স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে রবি/২০২৩-২৪ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৭টি ইউনিয়নে মোট ৭৮০ জন কৃষকের মাঝে বীজ ও ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণ করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুপ্রভাত চাকমা, তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দৌলা, সাংবাদিক আবুল কাশেম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি রাজন চন্দ প্রমুখ।