1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৭:২৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শান্তির শহরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : মেয়র নাদের বখত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র নাদের বখত।
সভাপতির বক্তব্যে মেয়র নাদের বখত বলেন, সুনামগঞ্জ শান্তি এবং সম্প্রীতির শহর। আমাদের শান্তির শহরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নে সকলকে সহযোগিতা করতে হবে। তিনি বলেন, প্রত্যেক কাউন্সিলর স্ব স্ব ওয়ার্ডের সমস্যা তুলে ধরে সমাধানের ব্যবস্থা করবেন। আমরা ইতোমধ্যে রাস্তা-ঘাট উন্নয়নের সকল প্রস্তুতি গ্রহণ করেছি। পূজা উপলক্ষে আপাতত রাস্তার গর্তগুলো ভরাট করা হবে। পরবর্তীতে আরসিসি ঢালাইয়ের কাজ হবে।
তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য লাইটিংয়ের ব্যবস্থা করা হবে এবং পানির সমস্যা সমাধান করা হবে। একই সাথে পূজা ম-পে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
তিনি বলেন, প্রয়াত পৌর চেয়ারম্যান মমিনুল মউজদীন শহরের ইমাম-মুয়াজ্জিন পরিষদের ইমামদের সম্মানী ভাতা দেয়ার ব্যবস্থা করেছিলেন, এরই ধারাবাহিকতায় প্রয়াত পৌর মেয়র আয়ূব বখত জগলুলও ভাতা দিয়ে আসছিলেন। এখন আমিও সেই ধারাবাহিকতা বজায় রাখছি। এই হিসাবে মন্দিরের পুরোহিতদেরও সম্মানী ভাতা দেয়ার ব্যবস্থা করা হবে।
মেয়র নাদের বখত বলেন, পৌর এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছি। শিক্ষা সহায়তা দিয়ে আসছি। অসচ্ছল মানুষদের বিনাসুদে ঋণ দিচ্ছি। দুঃস্থ মহিলাদের সেলাই মেশিনও দিয়ে আসছি। করোনা এবং বন্যায় আমরা সহায়তা দিয়েছি।
তিনি বলেন, শহরের যানজট নিরসন করতে আমরা উদ্যোগ নিয়েছি। সবজি বাজার, চাল বাজার, মাংসের বাজার, মাছের বাজার, মোরগের বাজারের আলাদা আলাদা ব্যবস্থা করে দিয়েছি।
মেয়র নাদের বখত আরও বলেন, বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেললে পরিচ্ছন্নতা কর্মীরা তা দ্রুত সরিয়ে নেবেন। শহরের পরিকল্পিত উন্নয়নে এবং পরিচ্ছন্ন শহর রাখতে সচেতনভাবে সকলে সহযোগিতা করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক নোমান বখত পলিন, প্রফেসর পরিমল কান্তি দে, শিক্ষক যোগেশ্বর দাস, লেখক কবি সুখেন্দু সেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ স¤পাদক অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী, অ্যাড. পরিতোষ চন্দ্র রায়, বিজয় তালুকদার বিজু, গৌরাঙ্গ চক্রবর্তী, প্রদীপ কুমার চৌধুরী আঁচল, রমেন্দ্র কুমার দে মিন্টু, সাবেক ব্যাংকার সুকুমার চৌধুরী শংকর, জিতেন্দ্র তালুকদার পিন্টু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার দাস, সাধারণ স¤পাদক বিমল বণিক, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, পৌর কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, পৌর কাউন্সিলর আবুল হাসনাত মোহাম্মদ কাউছার, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, সাবেক পৌর কমিশনার মতিলাল চন্দ, নারীনেত্রী আরতি তালুকদার কলি, শীলা বসু প্রমুখ।
আলোচনা সভা শেষে ২৬টি পূজা ম-পের জন্য সভাপতি/সাধারণ স¤পাদকের কাছে নগদ ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করে মেয়র নাদের বখত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com