স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের মধ্য বাজারের খন্দকার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় উদ্বোধন হলো শাওন টেইলার্স এন্ড ফেব্রিক্সের। সোমবার দুপুরে এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ।
ব্যবসায়ী মো. জিয়া উদ্দিনের তত্ত্বাবধানে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ এটিএম হেলাল, ব্যবসায়ী কবির হোসেন, সাংবাদিক একেএম মহিম, ব্যবসায়ী রফিক উদ্দিন, নেজামুল ইসলাম, ডা. নেজাবুল ইসলাম, জুনেদ আহমদ, মো. সাদ্দাম হোসেন প্রমুখ।
এসময় দোয়া পরিচালনা করেন পূর্ববাজার জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আবু সাঈদ।
সংশ্লিষ্টরা জানান, শাওন টেইলার্স এন্ড ফেব্রিক্স থেকে ব্লেজার, স্যুট, কোট, পাঞ্জাবি, শার্টসহ বিভিন্ন আধুনিক পোশাক তৈরি ও ক্রয় করা যাবে।