দিরাই প্রতিনিধি ::
দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, আওয়ামী লীগ সরকার কৃষক ও কৃষির উন্নয়নে ব্যাপক কাজ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার, বীজ প্রদান, সহজ শর্তে কৃষি ঋণ প্রদানসহ সরকারের কৃষি খাতে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কৃষক ও কৃষির উন্নয়নে খুবই আন্তরিক।
সোমবার দুপুরে দিরাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ স¤পাদক প্রদীপ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই থানার অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন প্রমুখ।