স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরতলির জলিলপুর এলাকায় সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার মেশিন, দুটি স্টিলবডি নৌকাসহ চারজনকে আটক করেছে জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ডিবি পুলিশের সদস্যরা ওই চারজনকে আটক করেন। আটককৃতরা হলেন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পদ্মডুবি গ্রামের দুলাল শেখের ছেলে রবিউল ইসলাম (২২), কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার নতুন বগাদিয়া গ্রামের আবু উসমানের ছেলে আব্দুর রহমান (৪০), একই উপজেলার নতুন চানপুর গ্রামের নুনু মিয়ার ছেলে সোহেল মিয়া (২১) ও সুজন মিয়া (২৪)।
সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর জানান, আটককৃতদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হবে। জব্দকৃত নৌকা ও ড্রেজার মেশিন সদর থানার হেফাজতে আছে। জেলায় যেকোনো অনিয়ম প্রতিরোধে আমাদের অভিযান চলবে। কোনো ছাড় দেয়া হবে না।