স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুরে চতুর্থ শ্রেনির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাতে ঘটনাটি ঘটে। এঘটনায় অভিযুক্ত যুবক সাইফুল মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। সে ইব্রাহিমপুর গ্রামের মিন্নত আলীর পুত্র। এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা সাইফুল মিয়া গত শনিবার বাড়ি পার্শ্ববর্তী একটি পরিত্যক্ত ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে ওইদিন রাতে সাইফুলকে গ্রেফতার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, শিশুটিকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অভিযুক্ত সাইফুল মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।