স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে শিয়ালের কামড়ে রাফি (১) নামের শিশু গুরুতর আহত হয়েছে। সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ী গ্রামের আব্দুল্লাহর পুত্র। শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টায় উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দর পাহাড়ী গ্রামে ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি তখন ঘরে একা খেলা করছিল। এসময় পার্শ্ববর্তী জঙ্গল থেকে একদল শিয়াল ঘরে ঢুকে শিশুটিকে টেনেহেঁচড়ে জঙ্গলে নিয়ে যায়। একপর্যায়ে জঙ্গলের ভেতর থেকে শিশুটির চিৎকার শুনে পরিবার ও আশপাশের লোকজন শিশুটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়।