দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজারে অভিযান চালিয়ে বাংলাদেশি সুপারি ও ভারতীয় চিনিসহ ৫ জনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বড়খাল গ্রামের ফজর আলীর বাড়ি থেকে ভারতীয় ২৮ বস্তা চিনি ও উত্তর কলাউড়া গ্রামের মৃত রমজান আলীর পুত্র রুস্তম আলীর বাড়ি থেকে ভারতে পাচারের জন্য মজুদকৃত ১৩৯ বস্তা সুপারি ও ১০৫ রুপিসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়।
ওইদিন গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার রণজয় মল্লিকের নেতৃত্বে পুলিশের একটি টিম ও বিজিবি’র সুবেদার মো. আবুল কালামের নেতৃত্বে বিজিবি’র একটি টিম অভিযান পরিচালনা করে।