জামালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কমরেড অজিত লাল রায়ের নামে ১১ সদস্যবিশিষ্ট ‘কমরেড অজিত রায় কল্যাণ ট্রাস্ট’ গঠন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে সাচনা বাজার উচ্চ বিদ্যালয় অফিস কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমরেড অজিত লাল রায়ের ছেলে অঞ্জন রায়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। নবগঠিত কল্যাণ ট্রাস্টের কল্যাণমূলক কাজের ব্যয় নির্বাহ করবেন কমরেড অজিত লাল রায়ের ছেলে অঞ্জন রায়, অনুপম রায় চন্দন ও মেয়ে নন্দিনী রায় মনি।
ডা. বিষ্ণুপদ সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তী, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জামালগঞ্জ সভাপতি সমরেন্দ্র আচার্য্য শম্ভু ও গণমাধ্যমকর্মী বিশ্বজিত রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহজাহান সিরাজ, জামালগঞ্জ কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়ার হাই স্কুল শিক্ষক মো. আলী আমজাদ, সৈকত ঘোষ চৌধুরী প্রমুখ।
আলোচনায় সর্বসম্মতিক্রমে রেজাউল করিম শামীমকে সভাপতি, বিদ্যুৎ জ্যোতি চক্রবর্ত্তীকে সহ সভাপতি, প্রভাকর মজুমদারকে সাধারণ সম্পাদক, বিশ্বজিত রায়কে যুগ্ম সাধারণ সম্পাদক, শাহজাহান সিরাজকে কোষাধ্যক্ষ এবং সমরেন্দ্র আচার্য্য শম্ভু, মো. আলী আমজাদ, বিষ্ণুপদ সূত্রধর, অঞ্জন রায়, সৈকত ঘোষ চৌধুরী ও পংকজ শীলকে সদস্য করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। – সংবাদ বিজ্ঞপ্তি