স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের রাবারবাড়ি-ভৈষবেড় জয়নগর এলাকায় ৯০ মিটার দৈর্ঘ্যের রাবারবাড়ি-ভৈষবেড় সেতুর উদ্বোধন করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। সুনামগঞ্জ সদর এলজিইডির বাস্তবায়নে ব্রিজটি নির্মাণে ব্যয় হয় ১৪ কোটি টাকা। এসময় সুনামগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন এমপি অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি বলেন, আমি সংসদ সদস্য হওয়ার আগে এই মোহনপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত নাজুক ছিল। বেশির ভাগ গ্রামে বিদ্যুৎ ছিল না। মোহনপুর ইউনিয়নকে শতভাগ বিদ্যুতায়ন করার পাশাপাশি এই ইউনিয়নের সকল গ্রামকে পাকা রাস্তার আওতায় নিয়ে আসতে আমি পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করে তা বাস্তবায়ন করেছি। এই রাবারবাড়ী ভৈষবেড় রাস্তায় ১৪ কোটি ব্যয়ে ব্রীজ নির্মাণ করেছি। একই রাস্তায় এর আগে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে রাস্তা পাকাকরণ করেছি। ৮ কোটি টাকা ব্যয়ে মোহনপুর ইউনিয়নের সাতটি গ্রামের রাস্তা পাকাকরণ করেছি। সর্দারপুরে রাস্তা পাকাকরণ করেছি। পৈন্দা জানিগাঁও জয়নগর রাস্তা ও নুরুল্লা বাহাদুরপুর রাস্তা পাকাকরণসহ অনেক কাজ বাস্তবায়ন করেছি। কি করেছি তা আপনাদের সামনে দৃশ্যমান।
তিনি বলেন, উন্নয়নে উন্নয়নে মোহনপুরে পরিবর্তন এনেছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। তিনি সুনামগঞ্জকে ভালবাসেন। অনেক উন্নয়ন আমাদেরকে উপহার দিয়েছেন। আগামীদিনে আরও উন্নয়ন দরকার জানিয়ে পীর মিসবাহ বলেন, আগামীদিনে এই এলাকার উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করতে হলে সাধারণ মানুষের ঐক্যের কোনো বিকল্প নেই। ইনশাআল্লাহ মানুষের ভালবাসায় আমরা আগামীদিনেও এগিয়ে যাব।
শনিবার বিকেলে ভৈষবেড় বাজারে মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হকের সভাপতিত্বে ও নুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন মনির উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, ইউনুস আলী, মাসুদ আহমদ অপু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন লক্ষণশ্রী ইউপি জাপার আহ্বায়ক আব্দুল মান্নান, সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ স¤পাদক সাজিদুর রহমান সাজিদ, ভৈষবেড় গ্রামের আনোয়ারুল বারী, ইউপি সদস্য ওলিউর রহমান, জাপা নেতা আব্দুল্লাহ আল মামুন, সাবেক মেম্বার তৈয়বুর রহমান, ফজর আলী, ইয়াদ আলী, জাপা নেতা আব্দুল কদ্দুস, সুনামগঞ্জ সদর উপজেলা জাপার সহ-সভাপতি জামাল উদ্দিন, লক্ষণশ্রী ইউপি সদস্য মহিনুর রহমান, মোহনপুর ইউপি সদস্য সফর আলী, বাচ্চু মিয়া ও আজিম উদ্দিন, সুরমা ইউপি সদস্য পারভেজ আহমদ, সুনামগঞ্জ জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা ইমরান আহমদ, এরশাদ আহমদ প্রমুখ।
গণসংবর্ধনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ আব্দুল মুহিত ও পবিত্র গীতা পাঠ করেন ক্ষিতেশ রঞ্জন দাস।