1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স : প্রতিষ্ঠার ৪০ বছর পর অপারেশন থিয়েটার চালু

  • আপডেট সময় রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩

দোয়ারাবাজার প্রতিনিধি ::
প্রতিষ্ঠার দীর্ঘ ৪০ বছর পর দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলু হল অপারেশন থিয়েটার। শনিবার সকাল ১১টায় এক প্রসূতির সফল সিজারের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। সিজারে এক পুত্র সন্তান জন্ম দিয়েছেন রুমা আক্তার (২৭) নামের এক নারী। তিনি উপজেলার সুরমা ইউনিয়নের টেংরাটিলা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার দীর্ঘ ৪০ বছর পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় আশার সঞ্চার হয়েছে দোয়ারাবাজার উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে। এরপূর্বে প্রসূতিদের জেলা সদর কিংবা বিভাগীয় শহর সিলেটে গিয়ে সিজার করাতে হতো। এতে আর্থিক ক্ষতিসহ মানসিকভাবে চরম ভোগান্তি পোহাতে হতো এখানকার বাসিন্দাদের। এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন (সিজারিয়ান) থিয়েটার চালু হওয়ায় দীর্ঘ ভোগান্তি ও অনিশ্চিত দৌড়ঝাঁপ কমবে বলে মনে করছেন স্থানীয়রা।
শনিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু সালেহীন খানের সার্বিক তত্ত্বাবধানে সফল অপারেশন করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (গাইনী) ডা. ফাতেমাতুজ জোহরা, এনেস্থেসিয়া কনসালটেন্ট ডা. মাহফুজা রহমান চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ হোসেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (এনেস্থেশিয়া) ডা. সৈয়দ খুররম আহমদ, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হাসান মাহমুদ প্রমুখ।
এদিকে সফল সিজার স¤পন্ন হওয়ার পর স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে কেকে কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার নার্সসহ উপস্থিত ছিলেন দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, সাধারণ স¤পাদক আশিক মিয়া প্রমুখ।
উপজেলার টেংরাটিলা গ্রামের আব্দুর রহিম বলেন, আমার স্ত্রীর সিজার নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সফলভাবে সিজার করাতে পেরে আমি অত্যন্ত খুশি। নিজ উপজেলার হাসপাতালে এই সুবিধা গ্রহণ করে আর্থিক ও মানসিক দুইভাবেই লাভবান হয়েছি।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সালেহীন খান বলেন, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মান উন্নয়নে তাঁর সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনার ফলেই দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই মেজর অপারেশন (সিজারিয়ান) করা সম্ভব হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com