ছাতক প্রতিনিধি ::
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ছাতক উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির প্রথম মতবিনিময় ও পরিচিতি সভা স¤পন্ন হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে ছাতক পৌর শহরের রামকৃষ্ণ সেবাশ্রমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মণি শংকর ভৌমিক।
সভায় আসন্ন দুর্গাপূজা ও ইউনিয়ন পর্যায়ের দুর্গাপূজা উদযাপন কমিটি নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ছাতক উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ স¤পাদক বাবুল রায়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ছাতক পৌর শাখার সভাপতি অরুণ অধিকারী, সাধারণ সম্পাদক দুলন তরফদার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পৌর কমিটির সাধারণ স¤পাদক কালিদাস পোদ্দার, পূজা উদযাপন কমিটি উপজেলা শাখার সহ সভাপতি নারায়ণ রায়, পরেশ চন্দ, রাকেশ দাস, অধির মালাকার, যুগ্ম স¤পাদক পরিমল দেবনাথ, সাংগঠনিক স¤পাদক রিপন দাস, অর্থস¤পাদক পংকজ দত্ত, সাংস্কৃতিক স¤পাদক পিযুষ দাস, সদস্য ঝলক দাস, সুজিত পাল প্রমুখ।