দিরাই প্রতিনিধি ::
দিরাই প্রেসক্লাবের নির্বাহী সদস্য, দৈনিক কালের কণ্ঠের দিরাই-শাল্লা প্রতিনিধি আবু হানিফ চৌধুরীর রোগমুক্তি কামনায় দিরাই প্রেসক্লাব দোয়া মাহফিলের আয়োজন করে। শুক্রবার দুপুরে দিরাই পৌরশহরের জালাল সিটি সেন্টারের ২য় তলায় দিরাই অনলাইন একাত্তর টিভির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল্লাহ রাজি, মাওলানা আব্দুস সালাম, বীর মুক্তিযোদ্ধা জমিলুল হক সরদার, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, সহসভাপতি সোয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য ইমরান হোসাইন, সদস্য তোফায়েল আহমেদ, শাহজাহান সিরাজ, এহিয়া আহমেদ লিটন প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ রাজি। এছাড়া দিরাই থানা জামে মসজিদে সাংবাদিক আবু হানিফ চৌধুরীর রোগমুক্তি কামনা দোয়া করা হয়। প্রসঙ্গত, আবু হানিফ সিলেট শহরের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।