1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৪৭ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ভোটের হিসাব করে উন্নয়ন করিনা : এমপি মিসবাহ

  • আপডেট সময় শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাক্তারপাড়, সোনাপুর ভায়া ভাদেরটেক রাস্তায় ৬ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে পিএসসি গার্ডার ব্রিজ নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন বিরোধী দলীয় হুইপ ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ। এ উপলক্ষে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। শুক্রবার বিকেলে সোনাপুর বেদেপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পীর মিসবাহ এমপি বলেন, আমি যখন সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হই, তখন আমাদের সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার গ্রামীণ সড়ক যোগাযোগের অবস্থা অত্যন্ত নাজুক ছিল। যেখানেই ছুটে গিয়েছি মানুষের দাবি শুধু রাস্তা আর ব্রিজের। এতো এতো কাজ কিভাবে বাস্তবায়ন করব তা নিয়ে আমি নিজেই চিন্তিত ছিলাম। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম আপনাদের সাহেব নয়, কর্মী হিসাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাব উন্নয়নের জন্য। বিগত দশ বছরে আমি সেটিই করেছি। সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়নের প্রকল্প গ্রহণ করি, আর সেই প্রকল্প বাস্তবায়নে আমি সরকারের মন্ত্রীসহ দায়িত্বশীলদের দুয়ারে দুয়ারে ঘুরেছি আমার এলাকার উন্নয়নের অনুমোদনের জন্য। আমি সংসদে বোবা হয়ে বসি নাই, আমি বার বার সংসদে কথা বলেছি, আমার এলাকার মানুষের দাবি আমি সংসদে তুলে ধরেছি।
এমপি মিসবাহ বলেন, উন্নয়ন করতে কিছু প্রক্রিয়া মেনে করতে হয়। এই প্রক্রিয়া অনেক জটিল। পরিকল্পনা গ্রহণ করে সেগুলো এলজিইডিতে পাঠাতে হয়। তারা সেটির প্রাথমিক সমীক্ষা শেষে তা প্রকল্পে অন্তর্ভুক্ত করেন। সেই প্রকল্প আবার একনেক কর্তৃক অনুমোদন লাভ করলেই সেই কাজ বাস্তবায়ন করা হয়। চাইলেই রাস্তা বা ব্রিজ নির্মাণ করা যায়না। এই নিয়ম মেনেই আমাদেরকে উন্নয়নের জন্য অপেক্ষা করতে হয়।
পীর মিসবাহ বলেন, কথাগুলো বললাম এই কারণে আমি ভোটের হিসাব করে উন্নয়ন করিনা। আমি আমার নির্বাচনী এলাকার সকল জনগুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা ও ব্রিজ এলজিইডি’র বিভিন্ন প্রকল্পে অন্তর্ভুক্ত করেছি। পর্যায়ক্রমে এগুলোর কাজ বাস্তবায়ন করছে এলজিইডি। আমি যে পরিকল্পনা নিয়ে এলজিইডিতে প্রকল্প অন্তর্ভুক্ত করেছি তার বাস্তবায়ন হলে এই দুই উপজেলার কোন গ্রামই আর পাকা রাস্তার বাইরে থাকবেনা।
পীর মিসবাহ বলেন, আপনাদের এই সোনাপুর ব্রিজ নির্মাণের জন্য কয়েক বছর আগে আমি এলজিইডিকে নির্দেশনা দিয়েছিলাম। তারা সকল প্রক্রিয়া স¤পন্ন করে। আজকে আমি নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম। খুব তাড়াতাড়িই এটির কাজ স¤পন্ন করা হবে। ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন হলে এই এলাকার মানুষেরা যোগাযোগে অনেকটা এগিয়ে যাবেন। বিশ্বম্ভরপুরের চালবন ঘুরে কিংবা সুরমা নদী পার হয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় করে আপনাদের আর সুনামগঞ্জ শহরে যেতে হবেনা। ১৫-২০ মিনিটের মধ্যে আপনারা জেলা শহরে পৌঁছতে পারবেন। লেখাপড়াসহ বিভিন্ন প্রয়োজনে আপনারা বাড়িতে থেকেই সকল কাজ করতে পারবেন। তিনি বলেন, আমার সময়েই সদর ও বিশ্বম্ভরপুরে বড় বড় ব্রিজ নির্মাণ কাজ শুরু করেছি। এর আগে কোথায় কোথায় কি ছিল আপনারা জানেন। অর্ধশতের উপরে ব্রিজ নির্মাণ করেছি, তারপরেও আরও ব্রিজের প্রয়োজন।
তিনি বলেন, অতীতে এখানে কাজ হয়েছে নাম মাত্র। শত শত কিলোমিটার পাকা রাস্তা আর ব্রিজ নির্মাণ করার পরেও আরও অনেক কাজ করার বাকি। পীর মিসবাহ বলেন, কৃষাণ চত্বর থেকে ভাদেরটেক রাস্তার কাজ শুরু করা হবে। সোনাপুর-লালপুর রাস্তা, শাক্তারপাড়-চাঁনপুর-আছিনপুর রাস্তার প্রস্তাব এলজিইডির প্রকল্পে আছে। এগুলোরও কাজ হবে। হয়তো একটু সময় লাগবে। তিনি বলেন, এই দশ বছরে আমি চেষ্টা করে গেছি উন্নয়নের জন্য এবং চ্যালেঞ্জ নিয়েই বলতে চাই সকল সেক্টরে ৪২ বছরে যে উন্নয়ন হয়নি আমি ১০ বছরে তার চেয়ে কয়েকগুণ বেশি উন্নয়ন করেছি। আরও উন্নয়ন দরকার জানিয়ে তিনি বলেন, আমি দশ বছর মানুষের সাথে ছিলাম আগামীদিনেও আমি মানুষের সাথেই থাকব।
এলাকার প্রবীণ মুরব্বী শাহ আহমদ খানের সভাপতিত্বে ও গৌরারং ইউপি সদস্য মো. মমিনের সঞ্চালনায় গণসংবর্ধনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির উদ্দিন, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান রসিদ আহমদ, সুনামগঞ্জ সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজু, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল কাদির, লক্ষণশ্রী ইউপি জাপার আহ্বায়ক আব্দুল মান্নান, জাপা নেতা আব্দুল কদ্দুস, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ, মোহনপুর ইউপি সদস্য মহিনুর রহমান, সলুকাবাদ ইউপি সদস্য শাহপরাণ ও জজ মিয়া, গৌরারং ইউপি সদস্য ছালিক মিয়া, সুরমা ইউপি সদস্য পারভেজ আহমদ, জাপা নেতা ইসমাইল হোসেন, সোনাপুর বেদেপল্লী কমিউনিটি নেতা সালাম খান, জাতীয় ছাত্রসমাজ সুনামগঞ্জ জেলার আহ্বায়ক সুমন আহমদ স্বপন। এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি নেতা ইমরান আহমদ, এরশাদ আহমদ, মনির উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com