স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর সীমান্ত এলাকায় দিয়ে ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে কয়লা গুহার মাটি চাপা পড়ে সুমন মিয়া (২২) এক তরুণ নিহত হয়েছে। সে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা পশ্চিমপাড়া গ্রামের তাহের মিয়ার পুত্র। শুক্রবার সকাল ৭টায় উপজেলার লাকমা সীমান্তে ভারতের কয়লা গুহায় এই ঘটনাটি ঘটে। এর পূর্ব একেইভাবে চোরাইপথে কয়লা আনতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছিল।
স্থানায়রা জানান, লাকমা সীমান্ত দিয়ে সুমন মিয়াসহ কয়েকজন ব্যক্তি শুক্রবার সকালে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে যায়। কয়লার বস্তা ভর্তি করার জন্য গুহার ভিতরে প্রবেশ করে তারা। হঠাৎ করে গুহার উপর থেকে মাটি ভেঙে পড়ে। এ সময় গুহার ভিতর থেকে সবাই বের হতে পারলেও সুমন মিয়া মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। অনেক চেষ্টা করে তার সাথে থাকা সহযোগীরা তার লাশ উদ্ধার করতে পারেনি।
এ ব্যাপারে বালিয়াঘাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হান্নান জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে একটি ছেলে মারা গেছে। সীমান্তের চোরাচালান রোধে এখন থেকে ওই এলাকায় আমরা টহল বৃদ্ধি করবো।
তাহিরপুর থানার ওসি নাজিম উদ্দিন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরনের প্রস্তুতি চলছে। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, আমি সদ্য এ থানায় যোগদান করেছি। আমার থানা এলাকায় কোন ধরনের চোরাচালানকে প্রশ্রয় দেওয়া হবে না।