স্টাফ রিপোর্টার ::
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা ও মুসলিম জনসাধারণের ওপর চলমান নির্যাতন বন্ধের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইমাম মোয়াজ্জিন পরিষদ। শুক্রবার জুম্মার নামাজের পর শহরের আলফাত স্কয়ারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শায়খ আব্দুল বছির, জামতলা মসজিদের ইমাম মাওলানা সাজিদুর রহমান, জমিয়ত উলামায়ে সুনামগঞ্জের সাধারণ স¤পাদক তৈয়বুর রহমান চৌধুরী, শ্রমিক জমিয়তের আহ্বায়ক হাফিজ মাহমুদুল হাসান, ওয়েজখালি মাদ্রাসার মুহতামিম আব্দুল ওয়াসির, তেঘরিয়া মাদ্রাসার ইমাম মুফতি বদরুল আলম, পৌর জমিয়তের সভাপতি মাওলানা রোকন উদ্দিন।
সমাবেশে বক্তারা বলেন, ইসরাইলের ইহুদিরা একত্রিত হয়ে আজ মুসলিম উম্মতের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। তাদের হামলায় জাতিসংঘ মুখে কুলুপ দিয়ে বসে আছে। আমরা তাদের বলতে চাই আপনারা কিছু করতে না পারলে আমরা যারা মুসলিম উম্মতরা আছি প্রয়োজনে সেখানে গিয়ে ইহুদিগোষ্ঠী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ করবো। প্রতিবাদ সভার পর ফিলিস্তিনের মানুষের বিজয় কামনায় দোয়া পরিচালনা করেন দরগাহপুর মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা খান সাহেব।