স্টাফ রিপোর্টার ::
বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে ডিজিটাল বাংলাদেশ গঠিত হয়েছে, তেমনিভাবে স্মার্ট বাংলাদেশ গঠিত হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নে আবারো নৌকায় ভোট দিতে হবে। এজন্য দলীয় নেতা-কর্মীদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জনতা বাজারে অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সদস্য ও সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. সেলিম আহমেদ।
উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে শান্তি সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ডা. নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা রৌজ আলী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগ সভাপতি জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সুষেন বর্মণ, মৎস্যজীবী লীগ সভাপতি আলম জিলানী সোহেল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজন চন্দ, তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান প্রমুখ।