স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের প্রবীণ ও নবীনদের উদ্যোগে মাদক ও সন্ত্রাস প্রতিরোধে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে ইছাগরি খেলার মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ট্রাইবেকারে কলাউড়া ফ্রেন্ডস ক্লাব ৩- ১ গোলে ড্রাইভার্স ক্লাবকে পরাজিত করে চ্যা¤িপয়ন হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের শান্তিগঞ্জ বাজারের ইছাগরি খেলার মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু। টুর্নামেন্টে মোট ২৩টি দল অংশগ্রহণ করে।
ফাইনাল ম্যাচের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, আমিরুল ইসলাম, জহুর আলী, শ্রমিক নেতা শহীদুল ইসলাম, সুন্দর আলী, আব্দুল মালিক মাস্টার প্রমুখ। সভাপতিত্ব করেন মোল্লাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড মেম্বার নুরুল ইসলাম।