স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, সুনামগঞ্জ জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অ্যাড. এনাম আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মো. লুৎফুর রহমান, সিপিবি মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাড. মাসুক মিয়া, সুনামগঞ্জ সিপিবি’র সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুনামগঞ্জ জেলা উদীচীর সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রুহুল তুহিন, সুনামগঞ্জ জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, জেলা মহিলা পরিষদের সভাপতি গৌরী ভট্টাচার্য্য, মধ্যনগর সিপিবি’র সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, দিরাই সিপিবি’র সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস।
সমাবেশে বক্তারা সংসদ ভেঙে দাও, নির্বাচন ব্যবস্থার সংস্কারসহ নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান। তারা নির্বাচনে টাকার খেলা, পেশী শক্তি, সাম্প্রদায়িক প্রচারণা ও প্রশাসনিক কারসাজি বন্ধ করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করা, দুর্নীতি, লুটপাট, অর্থ পাচার, বাজার সিন্ডিকেট হোতাদের গ্রেপ্তার ও বিচার করাসহ ৮টি দাবি জানান।
সমাবেশের আগে শহরে মিছিল বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে গান পরিবেশন করেন উদীচীর শিল্পীগোষ্ঠীর শিল্পীরা। সমাবেশে জেলা উদীচীর সাধারণ স¤পাদক জাহাঙ্গীর আলম নির্দেশিত ‘বাঁচন দায়’ নাটক পরিবেশন করা হয়।