স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দেয়ায় সাক্ষীর ওপর হামলা চালানো হয়েছে। এতে নারীসহ ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাফিনুর মিয়া (৩৫), তছলিমা খাতুন (৪২), হেকিমা খাতুন (৫০)কে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া আদর্শগ্রামে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ঘাগটিয়া গ্রামে শহিদ নুরের হত্যা মামলায় সাবিনুর মিয়া আদালতে সাক্ষ্য দেন। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার সকালে তার বাড়িতে গিয়ে ১৫-২০জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সাবিনুর মিয়াসহ বাড়িতে থাকা ১০জনকে গুরুতর আহত করে।
শহীদনুর হত্যা মামলার বাদী গোলাম নুর জানান, আমার ভাইয়ের হত্যাকারীরা সাক্ষীদের উপর হামলা চালিয়েছে। শুধু তাই নয়, মামলা তুলে নিতে বলেছে। না হলে আমাকেও হত্যা করবে বলে হুমকি দিয়েছে বিবাদী পক্ষের লোকজন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন জানান, ঘটনাটি শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৩ মার্চ সকাল সাড়ে ১১টায় উপজলোর বাদাঘাট ইউনিয়নরে ঘাগটিয়া গ্রামে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে শহিদ নুর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শহীদ নুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে।