স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ কর্তৃক সুনামগঞ্জের ৫২টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন উপজেলার ৫২টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে ১৮ লাখ ৮১ হাজার চেক বিতরণ করা হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক সুচিত্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চেক বিতরণ করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল করিম, জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি.) শাখাওয়াত আহমদ, জেলা প্রবেশন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী মনি, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন। ২৬ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা করে ৫২টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৮১ হাজার টাকার চেক দেওয়া হয়।