তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলা সদরের ভাঙা সড়কের মেরামত কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এই কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আলমগীর খোকন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বাজার কমিটির সভাপতি সেলিম আখঞ্জী, সাধারণ স¤পাদক পারভেজ জামান, সাবেক সাধারণ স¤পাদক এরশাদ আলী, সুভাষ পুরকায়স্থ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ স¤পাদক ইমরান হোসেন বিপক, ব্যবসায়ী আলী আহমদ প্রমুখ।
তাহিরপুর বাজার কমিটির সভাপতি সেলিম আখঞ্জী, সাধারণ স¤পাদক পারভেজ জামান জানান, দীর্ঘদিন ধরে তাহিরপুর বাজারের ভাঙা অংশটুকু মেরামত না করায় বাজারে আসা পর্যটক, বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনসহ সবাই চরম দুর্ভোগের শিকার হয়েছিলেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান কথা দিয়েছিলেন সড়কটি মেরামত করে দিবেন। সেই কথার বাস্তবায়নে সড়কটি মেরামত কার্যক্রম শুরু হয়েছে। আর শেষ হলে সবাই উপকৃত হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল জানান, তাহিরপুর বাজার কমিটি দীর্ঘদিন ধরে বাজারে আসা সর্বস্তরের জনগণ চরম দুর্ভোগ শিকার হচ্ছে জানায়। এছাড়াও সবার দাবির প্রেক্ষিতে আর জনদুর্ভোগ লাঘবে সড়ক মেরামতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি। আশা করছি খুব দ্রুত সড়ক মেরামতের কাজ সম্পন্ন হবে।