ধর্মপাশা প্রতিনিধি ::
অনাবাদি পতিত জমিতে আবাদ, তেল ফসলের আবাদ বৃদ্ধি এবং নির্বিঘেœ বোরো ধান আবাদের জন্য ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের ঘুলুয়া গ্রামে বুধবার দুপুরে মতবিনিময় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আয়োজন করে।
সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান মোকাররম হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না। উপসহকারী কৃষি কর্মকর্তা চঞ্চল মিয়ার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য শাহীন খান, সংরক্ষিত নারী ইউপি সদস্য পুষ্পা আক্তার, সাবেক ইউপি সদস্য ফক্কু মিয়া প্রমুখ।