তাহিরপুর প্রতিনিধি ::
তাহিরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু কনফারেন্স রুমে তাহিরপুর উপজেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর সদর বাজার বণিক সমিতির সভাপতি সেলিম আখঞ্জী, তাহিরপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষাক সমিতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক হোসেন আহমেদ তৌফিক, তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা সদস্য নীহার রঞ্জন তালুকদার, শিক্ষক হালিমা আক্তার, সাখাওয়াত পাটোয়ারী, সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সহ সভাপতি মাকসুম আহমেদ, দপ্তর স¤পাদক ইমরান হোসেন, সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।