স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ। তিনি বলেন, এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধু ও বঙ্গমাতাকে জানতে পারবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনে নেতৃত্ব দিয়েছিলেন। প্রেরণা জাগিয়ে ছিলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুনেছা মুজিব। তিনি আরও বলেন, যারা খেলোয়াড় তারা খেলাধূলার পাশাপাশি লেখাপড়ায় সুনাম কুড়িয়ে আনতে হবে। লেখাপড়ায় মনোনিবেশ করতে হবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, পৌর মেয়র নাদের বখত, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক সঞ্চিতা চৌধুরী, মহিলা কল্যাণ কেন্দ্রর সাধারণ স¤পাদক দিলারা বেগম, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম। সঞ্চালনা করেন সহকারী কমিশনার বোরহান উদ্দিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যা¤িপয়ন দল বিশ্বম্ভরপুর উপজেলা, রানার্সআপ দল দোয়ারাবাজার উপজেলা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যা¤িপয়ন দল সুনামগঞ্জ পৌরসভা, রানার্সআপ দল তাহিরপুর উপজেলা। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।