স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে মো. ফয়সাল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। সে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের সমর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ফয়সাল ইসলামের স্ত্রী বেশ কিছুদিন ধরে সৌদিআরব আছেন। দেশে রবিউল ইসলাম নামের এক প্রতিবেশীর সাথে ফয়সালের প্রবাসী স্ত্রী’র মোবাইলফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জেরে ফয়সাল ও রবিউলের মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। এ ব্যাপারে পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ ও স্থানীয় লোকজন একাধিকবার বিচার-সালিশ করেছেন।
গত সোমবার (৯ অক্টোবর) সকালে ফয়সাল তার প্রতিবেশী রবিউল ইসলামের আধাপাকা টিনসেড বসতঘরের বারান্দায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে বলে দোয়ারাবাজার থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফয়সলের লাশ উদ্ধার করে। ওইদিন রাতেই তার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠায় দোয়ারাবাজার থানা পুলিশ।
এদিকে নিহত ফয়সাল আহমেদের মা আয়শা খাতুন জানিয়েছেন, তিনি সকালে ফজরের নামাজ শেষে ঘরের বাইরে যাওয়ার পর এলাকার মানুষজন বললো তার ছেলে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তিনি বলেন, আমার ধারণা আমার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।