স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরের যাদুকাটা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২টি ড্রেজার মেশিন জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।
জানাযায়, অবৈধ ড্রেজার মেশিন দিয়ে যাদুকাটা নদীর তীর কেটে অবাধে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালী একটি। মঙ্গলবার দিন-দুপুরে তারা অবৈধভাবে বালু উত্তোলন করছিল। বিষয়টি জানতে পেরে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার মেশিন জব্দ করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে অবৈধ এসব ড্রেজার আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান রনি জানান, যাদুকাটা নদী সরকারের রাজস্ব আদায়ের অন্যতম মাধ্যম। অপরাধীরা যতই ক্ষমতাধর হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। কোনো ছাড় দেয়া হবে না।