মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা দশম শ্রেণিতে পড়–য়া ছাত্রী (১৬)কে অপহরণ করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে উপজেলার হামিদপুর চৌরাস্তা সেতুর ওপর এই অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বীর সিংহপাড়া গ্রামের ওয়াহেদ আলীর বিবাহিত ছেলে মো. শাহীন মিয়া (৩৫)কে আসামি করে ওই ছাত্রীটির বাবা বাদী হয়ে সোমবার (৯ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মধ্যনগর থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা ওই ছাত্রীটি স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। একই ইউনিয়নের বীর সিংহপাড়া গ্রামের বাসিন্দা ওয়াহেদ আলীর বিবাহিত ছেলে মো. শাহীন মিয়া (৩৫) বেশ কিছুদিন ধরে ওই ছাত্রীকে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই ছাত্রীটির চরম ক্ষতি করবে বলে শাহীন হুমকি দিয়ে আসছিল। বিষয়টি ওই ছাত্রীটি তাঁর পিতাকে জানায়। পরে ছাত্রীটির বাবা এ নিয়ে ছেলের বাবা ও তাঁদের আত্মীয়স্বজনদের কাছে বিচার প্রার্থনা করেন। কিন্তু এতে কোনো কাজ হয়নি। গত ২৯ সেপ্টেম্বর বেলা ১টার দিকে উপজেলার বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা ওই ছাত্রীটি একই ইউনিয়নে পাতকুড়া গ্রামে নিজ মামার বাড়িতে বেড়াতে যাওয়ার জন্য নিজ বাড়ি থেকে রওয়ানা হয়। কিন্তু পরদিন বাড়ি ফিরে না আসায় ছাত্রীটির বাবা আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ করে জানতে পারেন তার মেয়ে আত্মীয়দের বাড়িতে নেই। এ অবস্থায় ছাত্রীটির বাবা গত ৩ অক্টোবর মধ্যনগর থানায় একটি জিডি করেন। জিডি নং ১২০। পরবর্তীতে ছাত্রীটির বাবা জানতে পারেন যে, শাহীন মিয়ার নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ২/৩জনের সহায়তায় গত ২৯ সেপ্টেম্বর বেলা দেড়টার দিকে উপজেলার হামিদপুর চৌরাস্তা সেতুর ওপর থেকে জোরপূর্বক ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে।
মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, এক স্কুল ছাত্রীকে অপহরণ করার ঘটনায় থানায় মামলা হয়েছে। অপহৃত ওই ছাত্রীকে উদ্ধার ও মামলার আসামিকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।