স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে গত কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার প্রধান নদী সুরমার পানি বৃদ্ধি পেয়েছে। এতে জেলার ৮০ হেক্টর আমন জমির ধান তলিয়ে গেছে। যার ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এদিকে যারা আগাম শীতকালীন সবজি চাষ করেছিলেন তারাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।
কৃষি বিভাগ আমন ধানের ক্ষতির বিষয়টি স্বীকার করলেও সবজির কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রায় সপ্তাহ খানেক ধরে সুনামগঞ্জে কখনো ভারী, কখনো হাল্কা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সীমান্ত এলাকার শীতকালীন সবজিসহ আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় চলতি বছর ৮৩ হাজার ৩৬৯ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এবার লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১১৮ হেক্টর জমিতে আমনধান বেশি চাষ করেছেন কৃষক। গত কয়েকদিনের বৃষ্টিতে পানি বেড়ে এর মধ্যে ৮০ হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। শীতকালীন সবজি আগামী ১৬ অক্টোবর থেকে চাষ শুরু হওয়ার কথা রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। তবে যারা আগাম শীতকালীন সবজি চাষ করেছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
সুনামগঞ্জ সদর উপজেলার সবজি চাষী ফারুক আহমদ বলেন, গত কয়েকদিনের বৃষ্টিতে পানি বেড়ে অনেক সবজি চাষীর আগাম সবজি নষ্ট হয়েছে। তারা ক্ষতির মুখে পড়েছেন। এছাড়াও অনেক কৃষকের আমন ধান তলিয়ে গেছে। আমার নিজের সবজি ক্ষেতও নষ্ট হয়েছে।
সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম বলেন, গত কয়েকদিন ধরে কখনো ভারী, কখনো হাল্কা বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া পাহাড়ি ঢলেও নদীর পানি বেড়েছে। যার ফলে বিভিন্ন এলাকার প্রায় ৮০ হেক্টর আমনজমির ধান তলিয়ে গেছে। তবে সবজির কোন ক্ষতি হয়নি।