স্টাফ রিপোর্টার ::
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম হোসেন বখতের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আনোয়ার বখত সুভাষ স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের মুক্তারপাড়াস্থ সুনামকণ্ঠ কনফারেন্স হলে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কাজী শফিক হজ গ্রুপের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন মরহুম আলহাজ্ব আনোয়ার বখত সুভাষ-এর ছোটভাই পৌর মেয়র নাদের বখত। তিনি বলেন, আমাদের সবচেয়ে বড় ভাই মরহুম আলহাজ্ব আনোয়ার বখত সুভাষ। বাবা মুক্তিযুদ্ধ সংগঠক হোসেন বখত সাহেবের মৃত্যুর পর পরিবারের দুঃসময়ে তিনিই হাল ধরেন। তাঁর সান্নিধ্যে থেকে আমরা বড় হয়ে উঠি। তিনি বলেন, আমার বাবা রাজনীতি করতেন। পরিচ্ছন্ন রাজনীতি। আমাদের জানামতে রাজনৈতিক জীবনে বাবার কোনো বদনাম নেই। এই জন্য আমাদের দশ ভাই আজ সমাজে প্রতিষ্ঠিত। এটা আল্লাহর রহমত।
তিনি আরও বলেন, আমার বাবা-মা আলীম-ওলামাদের ভালবাসতেন। এই ধারাবাহিকতায় আমরাও ভালবাসি। জীবদ্দশায় ভাই হজ্ব করেছেন, পরিচয় হয় কাজী শফিক হজ গ্রুপের সাথে। আজ এই প্রতিষ্ঠান ভাইয়ের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে। তাদের এই উদ্যোগে আমি কৃতজ্ঞ।
কাজী শফিক হজ গ্রুপের পরিচালক আলহাজ্ব শফিকুল ইসলামের পরিচালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আলহাজ্ব কাজী শাহেদ আলী, দ্বীনি সিনিয়র আলিম মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী নুর, হাফিজ আতাউর রহমান লস্কর, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মফিজুর রহমান, পূর্ব বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আবু সাঈদ, শিক্ষক মাওলানা আবু তাহির মো. খালিদ, মাওলানা জয়নাল আবেদীন, শিক্ষক মাওলানা আহমদ আলী, আলহাজ্ব ইদ্রিছ আলী।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, সবাই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কেউ সাথে কিছুই নিতে পারবেন না। মানুষ ও জ্বীন জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য। কিন্তু আমরা তা করছি না। মৃত্যুর পরেও ছোয়াব পাওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে দুনিয়াতে। তাই জীবদ্দশায় সকলে ভাল আমল করতে হবে।
দোয়া মাহফিলে মরহুম আলহাজ্ব আনোয়ার বখত সুভাষ-এর রুহের মাগফেরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পেশ করেন শিক্ষক মাওলানা আবু তাহির মো. খালিদ।