ছাতক প্রতিনিধি ::
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ছাতক উপজেলা ও ছাতক পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাড. বিমান কান্তি রায় ও সাধারণ স¤পাদক বিমল বণিক গত শনিবার দুই ইউনিটের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন।
এতে, ছাতক উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মণি শংকর ভৌমিক ও সাধারণ স¤পাদক বাবুল রায় ও ছাতক পৌর শাখার সভাপতি অরুণ অধিকারী ও দুলন তরফদারকে সাধারণ স¤পাদক করে আগামী ২ বছর জন্য কমিটি গঠন করা হয়।
ছাতক উপজেলা শাখার অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ সভাপতি সুকেশ রঞ্জন পাল, পরেশ চন্দ, নারায়ণ রায়, ডা. রাকেশ রঞ্জন দাস, নিখিল বৈদ্য, যুগ্ম সাধারণ স¤পাদক ইঞ্জিনিয়ার পরিমল চন্দ্র নাথ, অধীর মালাকার, কোষাধ্যক্ষ পংকজ দত্ত, আকাশ দাস, সাংগঠনিক স¤পাদক রঞ্জন কুমার দাস, ডা. রিপন দাস, দপ্তর স¤পাদক সুজয় দাস, নুপুর দাস, প্রচার স¤পাদক শংকর দত্ত, সিন্টু কুমার দাস, গণযোগাযোগ স¤পাদক রজত কুমার দাস, মনতোষ কুমার দাস, গ্রন্থনা ও প্রকাশনা স¤পাদক অজিত দাশ, অরূপ দে, সাংস্কৃতিক সম্পাদক নিখলেশ দেবনাথ, পিযুষ দাস, সমাজকল্যাণ স¤পাদক দীপক দেবনাথ, স্বপ্নীল দাস আকাশ, আইন বিষয়ক স¤পাদক এডভোকেট শংকর দেব, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক স¤পাদক জয়ন্ত বৈদ্য জয়, মহিলা বিষয়ক স¤পাদক ঝুমা চৌধুরী, পূজা বিষয়ক স¤পাদক মিশন গোস্বামী, প্রকাশ দেবনাথ, কার্যকারী সদস্য- ব্রজেন্দ্র সিংহ, কানু লাল দে, জয়প্রকাশ ভৌমিক, ভূপতি দাস, শংকু লাল সরকার, হারান চন্দ্র ধর, মিলন লাল ধর, বিকাশ চন্দ্রধর, জীবনকৃষ্ণ দাস পলাশ, শ্যামল দাস, রাজন ঘোষ, অঞ্জন দাস, ঝলক দাস, কনক চক্রবর্তী, দিলীপ দাস, নীরু সূত্রধর, অলক দাস, অজিত কুমার দাস, শিপলু দাস, অমূল্য দাস ও নয়ন দাস অপু।
ছাতক পৌর শাখার অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ সভাপতি পংকজ কুমার দাস, বিদ্যুৎ সাহা, পীযুষ সরকার, দিলীপ চৌধুরী, লিটন ঘোষ, সহ সাধারণ স¤পাদক আশীষ কুমার দাস, প্রণব দাস মিঠু, সাংগঠনিক স¤পাদক বিশ্বজিৎ ঘোষ, নুপুর দাস, অর্থ স¤পাদক শাওন কুন্ডু, রতন দেবনাথ, দপ্তর স¤পাদক অধীর চন্দ্র দাস, নিরু বর্ধন, প্রচার স¤পাদক রিংকু দাস, আকাশ দাস, গণসংযোগ স¤পাদক তমাল পোদ্দার, অরূপ দেব, গ্রন্থনা ও প্রকাশনা স¤পাদক বঙ্কিম আচার্য্য, দুলাল মন্ডল, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক অতীন্দ্র দেবনাথ টুটুল, কনক চক্রবর্তী, সমাজকল্যাণ স¤পাদক সুশেন দে, তপন পাল, আইন বিষয়ক স¤পাদক বিজিত রঞ্জন কর, মহিলা স¤পাদিকা সুস্মিতা আচার্য্য, পূজা স¤পাদক প্রণব চক্রবর্তী, দোলন শর্মা, কার্যকরী সদস্য- শিখা দে, হরি ঘোষ, বুলবুল দাস, শ্যামল পাল সাধু, গোবিন্দ মোহন সরকার, মনোজিত ঘোষ, ময়না দাস, নিশান গোস্বামী, অধীর মালাকার, লিটন ঋষি, বিকাশ কর, সবুজ দাস, রাজন পাল, সৌরভ দাস, ঝলক দাস, মিন্টু ঘোষ, সুজিত পাল, মিশন চন্দ, দিলীপ মজুমদার, মানিক আচার্য্য, সুদীপ চন্দ্র ও তপু দাস।