স্টাফ রিপোর্টার ::
দেড় কেজি গাঁজাসহ জুবাইদ (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা। সে বিশ্বম্ভরপুর উপজেলার চালবন গ্রামের মো. হারুন মিয়ার পুত্র।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চৌধুরী দিপন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সোমবার বিকেলে সুনামগঞ্জ সদর থানাধীন গৌরারং ইউপির চাঁনপুর গ্রামের রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় দেড় কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জুবাইদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সুনামগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।