মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার এলাকা থেকে রবিবার সকাল সাড়ে আটটার দিকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, মধ্যনগর বাজারে গত ৫/৬ মাস ধরে মানসিকভারসাম্যহীন ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা যুবক এলোপাতাড়িভাবে ঘোরাফেরা করে আসছিল। কেউ নিজের ইচ্ছায় তাকে কিছু দিলে খেত, জোর করে কখনো কারও কাছ থেকে কোনো কিছু নিত না। যেখানেই সুযোগ পেত সেখানেই ঘুমিয়ে পড়ত। স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে এই যুবকের মৃত্যুর খবর পেয়ে রবিবার সকাল সাড়ে আটটার দিকে মধ্যনগর বাজারের মাছমহাল এলাকা থেকে এই যুবকের লাশটি উদ্ধার করা হয়। এই মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য লাশটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।