সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নইম শেখ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ জন্য নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু সোনার মানুষ চেয়েছিলেন। সেই সোনার মানুষ তৈরি হচ্ছে। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।
শনিবার বিকালে সুনামগঞ্জ সমিতি সিলেট আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৩ উত্তীর্ণ শিক্ষাথীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সমিতির সভাপতি নাছিম হোসেইন এর সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক অধ্যাপক ছাব্বির আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্যে রাখেন কৃতী শিক্ষার্থী সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক সৈয়দ নেছার আহমদ। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন প্রিন্সিপাল লে. কর্নেল আতাউর রহমাান পীর, অধ্যক্ষ তাজ উদ্দিন আহমদ, অধ্যক্ষ মিহির রঞ্জন দাশ, আ.ন.ম ওহিদ কণা মিয়া, অধ্যাপক মো আহবাব খাঁন, অধ্যক্ষ সৈয়দ মোহাদ্দিস আহমদ।
বক্তব্য রাখেন প্রফেসর ড. মোস্তাক আহমদ, অধ্যাপক দোলোয়ার হোসেন বাবর।
অতিথিদের ফুলদিয়ে শুভেচ্ছা জানান আব্দুল মুকিত, অধ্যাপক সাখাওয়াত হোসেন আজাদ, আমিরুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক, এডভোকেট আবুল কাশেম।
সভায় আরো উপস্থিত ছিলেন প্রফেসর ড. তোফায়েল আহমদ, সৈয়দ বদরুল আলম, কাশমির রেজা, নাদিরা সুলতানা, আশরাফুজ্জামান চৌধুরী, আব্দুল হান্নান, আব্দুল হক, অধ্যাপক খছরুজ্জান, মোহাম্মদ আলী, রশিদ আহমদ, রাকিবউল্লাহ, অ্যাডভোকেট আকবর হোসেন প্রমুখ।
প্রধান অতিথির জীবনবৃত্তান্ত পাঠ করেন মো. মোস্তাফিজুর রহমান, কোরআন তেলাওয়াত করেন মাওলানা আকমল হোসেন, গীতাপাঠ করেন পীযুষ পুরকায়স্থ টিটু। অনুষ্ঠানে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা-স্মারক ২০২৩ ভাটির কথা বিশেষ সংখ্যা মোড়ক উম্মোচন করেন। – সংবাদ বিজ্ঞপ্তি