1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৬:৫৪ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সুনামগঞ্জের খবরের বর্ষপূর্তি উদযাপিত

  • আপডেট সময় রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নে কাজ করছে। আরও কিছু পরিকল্পনা কাজ করছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকার আবারও আসবে। ভাটির মানুষের প্রতি মমত্ববোধ আছে আমাদের জননেত্রী শেখ হাসিনার। তিনি বলেন, সুনামগঞ্জে বিমানবন্দর হবে। এটার চেষ্টায় আছি আমি। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বিমানবন্দরের জন্য অর্ধ কিলোমিটার জায়গা দরকার। সুনামগঞ্জের আশপাশে এমন জায়গা নির্ধারণ করুন, যাতে জেলার মানুষ সহজে এসে বিমানে চলাচল করতে পারে।
তিনি বলেন, রেল লাইন স্থাপনও হবে। এটার কাজ অনেক এগিয়েছে। সুনামগঞ্জের তাহিরপুর-ধর্মপাশা হয়ে সহজে ঢাকা যেতে পারবে, দিরাই-শাল্লা হয়ে ঢাকা যেতে পারবে। জগন্নাথপুরের রাণীগঞ্জ সেতু হয়ে মানুষ ঢাকা যাচ্ছেন। আমাদের সরকার আরও উন্নয়ন করবে।
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দৈনিক সুনামগঞ্জের খবরের বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, পৌর মেয়র নাদের বখত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী।
অনুষ্ঠানে লেখক, সাংবাদিক ও কলামিস্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, লেখক, সাংবাদিক ও গবেষক অ্যাড. আবু আলী সাজ্জাদ হোসেন, লেখক ও সাংবাদিক আল আজাদকে অগ্রজ সম্মাননা, মোতাসিম আলীকে সতীর্থ সম্মাননা এবং ধর্মপাশা বিল্লালপুরের ৬ সন্তানের জননী সংগ্রামী সফল মা খোদেজা বেগমকে সম্মাননা প্রদান করা হয়। পরে সম্মাননাপ্রাপ্তরা নিজ নিজ অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এহসান শাহ ও কবি কুমার সৌরভ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সুনামগঞ্জের খবরের স¤পাদক পংকজ দে। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা উদীচীর সাধারণ স¤পাদক মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করেন সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। পরে ৪ লোক কবি রাধারমণ দত্ত, হাসন রাজা, দুর্বীণ শাহ ও শাহ আব্দুল করিমের গান পরিবেশন করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com