জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে মালবাহী ট্রাক উল্টে চালক ও হেলপারসহ ২ জন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার মমিনপুর নামক স্থানে। সমাজকর্মী আজিজ মিয়াসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ অক্টোবর শনিবার সকালে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে মমিনপুর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে বীজধান ভর্তি ট্রাক উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ট্রাক চালক ও হেলপার আহত হন। তবে সড়কের পাশে থাকা গাছে আটকে যায় ট্রাকটি। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। না হলে ট্রাকটি পাশের খাদে পড়ে গেলে বড় ধরনের ঘটনা ঘটতো।