মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার ৩৫টি পূজামণ্ডপে বিনামূল্যে দুই বান্ডেল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে মধ্যনগর উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় সেথানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে থাকা ধর্মপাশার ইউএনও শীতেষ চন্দ্র সরকার, ধর্মপাশা উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) অলিদুজ্জামান, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদার, পূজা উদযাপন পরিষদের মধ্যনগর উপজেলা শাখার সভাপতি দেবল কিরণ তালুকদার, সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, প্রভাষক নির্মল চন্দ্র সরকার প্রমুখ।