স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৭ জন উপকারভোগীর মধ্যে ব্যাটারিচালিত রিকসা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রকৃত ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ব্যাটারিচালিত রিকসা অনুদান হিসেবে বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা পারভীন।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুর রহিম বাবর, আরডিএসএ’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মোছা. মনিরা খাতুন, কারিগরি প্রশিক্ষক বিউটি আক্তার, অফিস সহকারী ময়নাল হোসেন মুন্সি।