স্টাফ রিপোর্টার ::
বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান বলেছেন, কারিগরি প্রশিক্ষণ দিয়ে সরকার দক্ষ নাগরিক গড়ে তুলছে। এক্ষেত্রে কারিগরি প্রশিক্ষণকেন্দ্র বিরাট ভূমিকা পালন করছে। এখানে প্রশিক্ষণ নিয়ে মানুষ দেশে ও বিদেশের মাটিতে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, যারা ড্রাইভিং কোর্সে আছেন, তাদের জন্য আমরা খুব সহজে প্রশিক্ষণ দিয়ে দক্ষ চালক তৈরি করছি। আপনারা জানেন বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ লোকের মূল্যায়ন বেশি। ইউরোপসহ বিভিন্ন দেশ এখন দক্ষকর্মীদের তাদের দেশে নিয়ে যাচ্ছে। যা আমাদের বৈদেশিক আয়ে বিরাট ভূমিকা পালন করছে।
বৃহ¯পতিবার সকালে সদর উপজেলার হালুয়ারগাঁওয়ে সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রব, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রের শিক্ষক মো. হারুন অর রশিদ, মো. সেলিম মিয়া, গিয়াস উদ্দিন প্রমুখ।
পরিদর্শনকালে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ রাশেদুজ্জামান প্রতিটি ক্লাস পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীরদের সাথে কথা বলেন।