মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে ওই বিদ্যালয়টিতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ ও শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অর্ধ শতাধিক মা অংশ নেয়। বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল কাদির এই মা সমাবেশে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃণাল কান্তি সরকার, সহকারী শিক্ষক দিপক সরকার, সহকারী শিক্ষক শুভ দেবনাথ, শিক্ষার্থীর অভিভাবক রিনা আক্তার, রহিমা আক্তার।