L
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে সুরমা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের মাছিমপুর গ্রাম সংলগ্ন সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মাছিমপুর গ্রামের সুরমা নদীতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা ওই লাশ ফুলে গিয়ে শরীরের বিভিন্ন অংশ অনেকটা বিকৃত হয়ে গেছে। লাশটিতে পচন ধরেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, লাশের পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় অনুসন্ধানে কাজ চলছে।