স্টাফ রিপোর্টার ::
জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ যুব মহিলা লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় তিনি বলেন, আমি শৈশব থেকে রাজনীতির সাথে যুক্ত ছিলাম, এখনও আছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। এবার আমার রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় আমি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনে প্রার্থী হতে ইচ্ছা পোষণ করছি। এটা আমাদের নেতাকর্মীদের প্রাণের দাবি।
তিনি আরও বলেন, সভায় ও মিছিলে আমাদের মহিলারা প্রতিনিয়ত অংশগ্রহণ করে আসছেন। আমরা দলের জন্য কাজ করছি। আওয়ামী লীগের মনোনয়ন দিতে আমাদের পক্ষ থেকে এই দাবি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেচনা করবেন এটাই আমাদের প্রত্যাশা।
সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সামজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক জান্নাত মরিয়মের সঞ্চালনায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি ও দোয়ারাবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, সহ-সভাপতি স্বাধীনা আক্তার, সাবিনা ইয়াসমিন, জবা রানী দেবী, সিনিয়র যুগ্ম সাধারণ স¤পাদক লিপি বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. হাজেরা বেগম, প্রচার ও প্রকাশনা বিষয়ক স¤পাদক সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক জ্যোৎ¯œা বেগম,সদস্য জ্যোৎ¯œা বেগম, প্রতিমা রানী দাস, সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক অজন্তা পাল, তাহিরপুর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আইরিন আক্তার, দোয়ারাবাজার উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শামছুন নাহার খানম, জেলা কমিটির যুব মহিলা লীগ নেত্রী মুনমুন পাল, শান্তা বেগম, সহ-আইন বিষয়ক স¤পাদক সাবিনা আক্তার, কুহিনূর বেগম, রুমা বেগম, সদর উপজেলার সভাপতি মাহফুজা বেগম মনি, সাধারণ স¤পাদক মৌসুমী বেগম দিলু, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি ফুল মালা, সদস্য শিউলী বেগম, রমিজা বেগম, শমলা বেগম প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নাকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়নের দাবি জানান।