স্টাফ রিপোর্টার ::
বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখত সুভাষ আর বেঁচে নেই। সোমবার (২ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের বোমান্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, তিন মেয়েসহ অসংখ্য স্বজন, শুভাকাক্সক্ষী রেখে গেছেন।
যুক্তরাষ্ট্র প্রবাসী মরহুম আনোয়ার হোসেন সুভাষ বখতের ভাই বাবর বখত জানান, দুই বছরের বেশি সময় ধরে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করার পর বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখত সুভাষ ভাই সোমবার সন্ধ্যায় বোমান্ট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রে জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা আনোয়ার বখত সুভাষ-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল হুদা মুকুট, নারীনেত্রী শীলা রায়, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুণাসিন্ধু চৌধুরী বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুসনা হুদা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদকম-লীর সভাপতি মো. জিয়াউল হক, সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমেদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র মিজানুর রশীদ ভূইয়া, নারীনেত্রী গৌরী ভট্টাচার্য্য, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সাবেক সাধারণ স¤পাদক হিমাদ্রি শেখর ভদ্র, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ স¤পাদক অ্যাড. খলিল রহমান প্রমুখ।
উল্লেখ্য, মরহুম আনোয়ার হোসেন সুভাষ সুনামগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ নেতা প্রয়াত হোসেন বখতের বড় ছেলে। তারা তিন ভাই মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। তার অন্য দুই ভাই হলেন- শাহজাহান বখত ও সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান প্রয়াত মনোয়ার বখত নেক। মায়ের আদেশে তিন ভাই একসঙ্গে ভারতে প্রশিক্ষণ নিয়ে মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন। মরহুম আনোয়ার বখত সুভাষ সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র প্রয়াত আয়ূব বখত জগলুল, বর্তমান মেয়র নাদের বখত ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিনের বড় ভাই।