জামালগঞ্জ প্রতিনিধি ::
‘বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নে জাতীয় কন্যা শিশু দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ হতে র্যালি শুরু হয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সাচনাবাজার ইউনিয়ন পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাচনাবাজার ইউনিয়ন কন্যা শিশু এডভোকেসী ফোরাম আয়োজিত এই কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ।
সভায় সভাপতিত্ব করেন সাচনা বাজার ইউনিয়নের কন্যা শিশু এডভোকেসী ফোরামের সভাপতি কল্পনা আক্তার। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ইউসি সাইফ উল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কন্যা শিশু এডভোকেসী ফোরামের সভাপতি বীণা রানী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মো. মাসুক মিয়া, ইউপি সচিব মো. নুরুল আমিন, ভিডিটি কমিটির সভাপতি মো. মঞ্জুরুল হক আফিন্দী, সুজন-এর সাধারণ স¤পাদক মঈনুল ইসলাম, সুজনের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী তারেক আহমেদ তালুকদার, নারীনেত্রী জাহানারা আক্তার, আম্বিয়া খাতুন প্রমুখ।