স্টাফ রিপোর্টার ::
“শিল্প সংস্কৃতিখদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ, গণজাগরণের শিল্প আন্দোলন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে গণজাগরণের পালাগান। সোমবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এই পালাগান অনুষ্ঠিত হয়। ‘গুরু শিষ্য’ নামের এই পালাগান পরিবেশন করেন নূর কাজল ও সূর্যলাল দাস।
পালাগানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, বিটিভি’র সংগীত পরিচালক মো. আপ্তাব মিয়া, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেল, অ্যাড. দেবদাস চৌধুরী রঞ্জন প্রমুখ।