স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে ভার্ডের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে আর্থিক সহযোগিতা করেছে ডাচ বাংলা ব্যাংক। সোমবার অনুষ্ঠিত এই ক্যাম্পে ১১২ জন চক্ষুরোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং ৫১ জন ছানী রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়।
উক্ত ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংক, সুনামগঞ্জের ব্যবস্থাপক মুহাম্মাদ গোলাম আজাদ, মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মৃণাল কান্তি, ইউপি সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁরা রোগীদের সাথে কথা বলেন এবং ভার্ড চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
অতিথিগণ এ ধরনের মহতি উদ্যোগের জন্য ভার্ড চক্ষু হাসপাতাল এবং ডাচ বাংলা ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভার্ড চক্ষু হাসপাতালের ডা. মাহফুজুল হাসান ও মেডিকেল টিম দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেন।