স্টাফ রিপোর্টার ::
‘শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখার উদ্যোগে সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের স¤পাদক ও প্রকাশক বিজন সেন রায়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, শিশুদের বিনোদনের জন্য সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর ও আশপাশের এলাকা দৃষ্টিনন্দন সংস্কার করে পার্ক নির্মাণ করা হচ্ছে। এটাকে সংস্কার করার কাজ অচিরেই শুরু হবে। আগামী এক বছরের মধ্যে কাজ শেষ হবে। শিশুরা এই জাদুঘর প্রাঙ্গণে মনোরম পরিবেশে সময় কাটাতে পারবে। তিনি আরও বলেন, প্রত্যেক শিশুকে লেখাপড়ায় মনোযোগী হতে হবে। লেখাপড়ায় ও খেলাধূলায় দেশ-বিদেশে সুনাম অর্জন করতে হবে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সাঈদ আহমদ, ইসলামিক রিলিফ বাংলাদেশ জেলা শাখার প্রজেক্ট ম্যানেজার সামছুল আলম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমি জেলা শাখার শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। সভায় বক্তব্য রাখেন জেলা খেলাঘরের সাধারণ স¤পাদক রাজু আহমেদ।
কুরআন থেকে তেলাওয়াত করেন নুসহাত রশিদ নোভা এবং গীতা থেকে পাঠ করেন অদিথি দাস তিথি।
আলোচনা সভা শেষে ২০২২ ও ২০২৩ সালে জাতীয় শিশু পুরস্কারপ্রাপ্ত ১৩ জন শিশুকে সংবর্ধনা দেয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান পরিবেশন করে জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুরা।