তাহিরপুর প্রতিনিধি ::
“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উৎপাদনশীলতা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে তাহিরপুর উপজেলায় জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ দাস, উপজেলা সময়বায় কর্মকর্তা আশিস আচার্য, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, সাংবাদিক আবুল কাশেম তাহিরপুর, সদর ইউপি সদস্য তোজাম্মিল হক নাসরুম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শুকুর আলী, তাহিরপুর সদর ভূমি অফিস তহশীলদার রাজর্ষী রায়, উপ সহকারী কর্মকর্তা নিশিত চক্রবর্তী প্রমুখ।