জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে পৌর শহরের বিভিন্ন গ্রামে পাকা রাস্তা নির্মাণকাজ চলছে। এরই অংশ হিসেবে ৬ লাখ টাকা ব্যয়ে পৌর শহরের ৫নং ওয়ার্ড এলাকার পৃথক স্থানে ২ টি পাকা রাস্তা নির্মাণকাজ শেষ হয়েছে এবং আরেকটির কাজ চলছে। সোমবার বাড়ি জগন্নাথপুর গ্রামের পূর্বপাড়ায় নতুন পাকা রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক। এ সময় পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীসহ কর্মকর্তাগণ, ঠিকাদারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টগণ ও স্থানীয় গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বর্তমান পৌর কাউন্সিলর ও সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হক বলেন, ৬ লাখ টাকা ব্যয়ে আমার ওয়ার্ড এলাকার ৩টি রাস্তার মধ্যে ২টি রাস্তার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আরেকটির কাজ চলছে।