মধ্যনগর প্রতিনিধি ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের গলইখালী গ্রামে অজিত স্মৃতি পাঠাগারের উদ্যোগে গ্রন্থপাঠ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এতে ১০ জন পাঠক ও শিক্ষার্থী অংশ নেন। সোমবার দুপুর ১২টার দিকে পাঠাগার প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অজিত স্মৃতি পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি অধীর সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন।
পাঠাগারের প্রতিষ্ঠাতা অসীম সরকারের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন মধ্যনগর সদর ইউপি চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার টিটু, অবসরপ্রাপ্ত শিক্ষক রমাপদ চক্রবর্তী, ব্রতচারী বিমান তালুকদার, দুলাল কিরণ সরকার, শিক্ষার্থী আপন সরকার, অরুনাভ রায়, মনোরঞ্জন চাকলাদার প্রমুখ।